যুব ছায়া সংসদ অধিবেশন বুধবার

12108257_926914677379274_7865894295210421777_n-1দেশের সকল কর্মক্ষম নাগরিকদের যোগ্যতানুসারে কাজ পাবার অধিকার তথা ‘কর্ম অধিকার’ নিশ্চিত করার দাব্েিত ‘যুব ছায়া সংসদ’ এর তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে বুধবার। স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার ও অক্সফ্যাম এর উদ্যোগে ঢাকা বিশ্বদ্যিালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকাল ৩টায় এসংসদ অধিবেশন বসবে।

 

সংশ্লিষ্টরা জানান, মহান জাতীয় সংসদ এর আদলে অনুষ্ঠিতব্য ‘যুব ছায়া সংসদ’ এর ৩য় অধিবেশনটিতে দেশের ৩০০ নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে ৩০০ জন যুবক (২৫ বছরের কম বয়সী) অংশ নিবে। অনুষ্ঠিতব্য ‘যুব ছায়া সংসদ’টি বাংলাদেশে কর্ম অধিকার নিশ্চিতকরণের পথে বিরাজমান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা এবং এ বিষয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরবে।

 

Post MIddle

আয়োজিত যুব ছায়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন সরকারের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক খাদ্য মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ডাকসু নেতা ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং এনজিও বিষয়ক ব্যূরোর পরিচালক কে এম সালাম। এ ছাড়াও আরও অনেক বরেণ্য ব্যক্তি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। #

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট