কুয়েটে কর্মচারী সমিতির ক্রীড়া প্রতিযোগিতা
শনিবার (১২ মার্চ) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(কুয়েট) কর্মচারী সমিতির (৪র্থ শ্রেণী) উদ্যোগে কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান। এ সময় কর্মচারী সমিতির (৪র্থ শ্রেণী) সভাপতি শেখ এরশাদ আলী ও সাধারণ সম্পাদক জালাল মুন্সীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/কুয়েট/পিআর/এমএএ