মেডিকেলে পড়তে ইরানের শিরাজ বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপ

CentralBuildingইরানের শিরাজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স আন্ডারগ্রাজুয়েট বা অনার্স পড়ার জন্য স্কলারশীপ দিবে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মেডিকেলের বিভিন্ন বিষয়ে পড়ার জন্য এ স্কলারশীপ দেয়া হবে। আবেদন করতে পারবে বাংলাদেশী শিক্ষার্থীরাও। আবেদনের শেষ তারিখ ১ জুলাই, ২০১৬।

 

বিশ্ববিদ্যালয় পরিচিতি:

শিরাজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স ইরানের চিকিৎসা বিজ্ঞানের জগৎে নেতৃত্ব দিচ্ছে। শুধু চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ালেখা ও গবেষণায় নয়, চিকিৎসা সেবা প্রদানেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে প্রায় ৫০০০ শিক্ষার্থী পড়ালেখা করছে এখানে।  ৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয় শিরাজ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাকালীন নাম ছিল শিরাজ ইন্সটিটিউট অব হায়ার হেলথ এডুকেশন। ১৯৮৬ সালে এটি শিরাজ বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয় এবং শিরাজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে দ্য ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড হেলথ সার্ভিস নামকরণ করা হয়।

 

বিষয়:

  • ডক্টর অব মেডিসিন (এম.ডি)
  • ডক্টর অব ডেন্টাল মেডিসিন (ডি.এম.ডি)
  • ডক্টর অব ফার্মেসী (ফার্ম ডি)
  • অন্যান্য আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম

IMG_0886_18414

স্কলারশীপের বর্ণনা:

দুইটি ক্যাটাগরিতে এ স্কলারশীপ দেয়া হবে। দুই ধরনের স্কলারশীপেই টিউশন ফি, আবাসন ব্যবস্থা, ভাষা শিক্ষা কোর্স ও যাতায়াত ভাতা প্রদান করা হবে ।

 

Post MIddle

যোগ্যতা:

  • আগ্রহী শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
  • অন্য কোন স্কলারশীপ পেয়ে থাকলে এ স্কলারশীপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে ।
  • মেডিকেলে পড়ার জন্য সাধারণত প্রয়োজনীয় অন্যান্য সকল যোগ্যতা।
  • আইএলটিএস এ কমপক্ষে ৫.৫ স্কোর থাকতে হবে । টোফেল এ ৫২৫।

 

আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা অথবা সমমানের সার্টিফিকেট
  • কারিকুলাম ভিটা
  • কভার লেটার
  • পাসপোর্ট এর স্ক্যান কপি
  • পাসপোর্ট ফটো
  • ভাষা দক্ষতা পরীক্ষার নম্বরপত্র

 

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।প্রথমে  রেজিস্ট্রেশন করতে হবে।   এরপর একাউন্ট অ্যাক্টিভেট করে অনলাইন ফর্ম পূরণ করে চাহিত কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদেরকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে ।স্কলারশীপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিচের লিঙ্ক ভিজিট করুন http://gsia.sums.ac.ir/en/page/18320/Tuition-Fees-and-Expenses

 

অনলাইন আবেদন করার জন্য- http://gsia.sums.ac.ir/en/login/menu/18404

Medicine

পছন্দের আরো পোস্ট