নর্দান ইউনিভার্সিটি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান

IMG_9307মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)- এর পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি, সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রী বৃন্দ শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

৫২ সালের মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের স্বরণ করছে প্রায় পুরো বিশ্ব। বাঙ্গালীর ইতিহাসে গৌরবের অহংকারে মহিমান্বিত এই দিনে বায়ান্ন ও একাত্তরের চেতনায় জাতি হিসেবে আরো এগিয়ে যাওয়ার দৃপ্ত শপথ ছিল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।

 

Post MIddle

প্রভাত ফেরিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর এডিশনাল রেজিস্ট্রার এস.এম ফিরোজ আহমেদ, মোঃ ফয়জুল্লাহ কৌশিক, ডেপুটি রেজিস্ট্রার শেখ মাহাবুব রহমান,এস.এম.আল মামুন মুকুল সহ বিভিন্ন অনুষদের ডীন , শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রী বৃন্দ।

 

লেখাপড়া২৪.কম/নর্দান/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট