সাতক্ষীরায় শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

???????????????????????????????

বর্ণাঢ্য আয়োজন আর বর্ণিল পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ২০১৬ উদ্যাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়েছে।

 

Post MIddle

শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির আহবায়ক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য মুক্তিযাদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান। যা বাঙালী ইতিহাস ঐতিহ্যের কথা বলে। বাঙালীর সংস্কৃতি গৌরবান্বীত অধ্যায় বহন করে। বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে নব প্রজন্মের কাছে বাঙালীর ইতিহাস ঐতিহ্য তুলে ধরে এই প্রতিষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ।

 

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, শেখ নুরুল হক, এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, পল্টু বাশার, ম. জামান, মনিরুজ্জামান ছট্রু, আবু আফ্ফান রোজ বাবু, মাসিক সাহিত্যপাতার সম্পাদক আব্দুর রহমান. মনিরুজ্জামান মুন্না, দিলরুবা রোজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট