ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

????????????????????????????????????

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের  বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন। এসময় একই দূতাবাসের মিশন উপ প্রধান জ্যঁ-পিয়ের পঁশে এবং এ্যলিয়াস ফ্রঁসেস-এর পরিচালক ব্রুনো প্লসে উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নসহ দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরাসী ভাষা শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের বিভিন্ন কোম্পানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

 

এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের জন্য ফ্রান্সে উচ্চশিক্ষা বৃত্তি বৃদ্ধি করা হবে বলে উপাচার্যকে আশ্বস্ত করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের উন্নয়নে রাষ্ট্রদূতের সহযোগিতা চান। রাষ্ট্রদূত এক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট