কুবিতে অনুপ্রাসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

cou pic1বর্ণাঢ্য এক আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র তাদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। ১৪ ফেব্রুয়ারি (রোববার) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও অনুপ্রাসের উপদেষ্টা মোহাম্মদ আইনুল হক, সাংস্কৃতিক প্রতিনিধি ও অনুপ্রাসের উপদেষ্টা এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, বাংলা বিভাগের সভাপতি ড. জি এম মনিরুজ্জামান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, মোঃ আব্দুর রহমান, প্রভাষক মোছাঃ রাবেয়া খাতুন, প্রভাষক আসাদুজ্জামান, বাংলা বিভাগের প্রভাষক ও অনুপ্রাসের উপদেষ্টা নাহিদা বেগম, শাখা ছাত্রলীগ সভাপতি রুপম দেবনাথ, সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীসহ শতাধিক কবিতাপ্রেমী শিক্ষার্থী।

 

Post MIddle

সংগঠনের কর্মীরা ছাড়াও আবৃত্তি পরিবেশন করেন, ধ্বনী আবৃত্তি চর্চা কেন্দ্র’র সভাপতি মাহতাব সোহেল ও সাধারণ সম্পাদক রোমানা রুমী।

 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের আহ্বায়ক রাসেল মাহমুদ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ তুলে দেন উপদেষ্টা মোহাম্মদ আইনুল হক।#

 

লেখাপড়া২৪.কম/রাসেল/আরএইচ

পছন্দের আরো পোস্ট