কুবিতে পাঠাগার আন্দোলনের বর্ণমালা র্যালি ও শিক্ষা সফর
মহান ভাষার মাস উপলক্ষে পথশিশু ও সুবিধা বঞ্চিতদের নিয়ে বর্ণমাল র্যালি ও শিক্ষা সফর করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ’।
শুক্রবার সকাল ৯টায় সংগঠনের কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ ইমাম হোসেনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ড. মুহম্মদ আহসান উল্যাহ।
পথসভা শেষে শিশুদের ময়নামতি জাদুঘর, শালবন বিহার, বৌদ্ধ বিহার, বার্ড ও ব্লু-ওয়াটার পার্ক দেখানো হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার আয়োজন করা হয়। শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।##
লেখাপড়া২৪.কম/এমএইচ