রুয়েটে দেশের বৃহত্তম স্বরস্বতি পূজা

Puja 2016_01রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম স্বরস্বতি পূজা ‘বানী অর্চনা’ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি)  বিকেলে রুয়েটে স্বরস্বতি পূজার মন্ডব পরিদর্শন ও উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ। এ সময়ে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফি, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার, উপ-ছাত্র কল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর শাহা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক।

 

Post MIddle

উল্লেখ্য, এ বছর দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রুয়েটে সবচেয়ে বৃহৎ আকারে স্বরস্বতি পূজা উৎসব পালন করা হচ্ছে। এখানে সব চেয়ে বড় পূজা মন্ডব ও প্রতিমা বসানো হয়েছে। এছাড়া রুয়েটের প্রায় চার হাজার শিক্ষার্থী এই পূজা মন্ডবে উপস্থিত হয়ে পূজার অর্ঘ গ্রহণ করেছে। এবং ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে স্বরস্বতি পূজা উৎসব পালন করছে।
##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট