বাগেরহাটে প্রাথমিক শিক্ষা মেলা
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে দুই দিন ব্যাপী জেলা পর্যায়ে শিক্ষা মেলা শুরু হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম এই মেলার উদ্বোধন করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআই চত্তরে দুদিন ব্যাপী শুরু হওয়া এই মেলার শেষ হবে বৃহস্পতিবার বিকালে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দারের সভাপতিত্বে অন্যাণ্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন-উল- হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমিনুর রশিদ, পিটিআই সুপার লস্কর সফিউদ্দিন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, আশরাফ উদ্দিন প্রমুখ।
মেলায় ৯টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্টল ও ১টি আইসিটি স্টল অংশ নেয়। এই মেলায় বিভিন্ন শিক্ষা উপকরন প্রদর্শিত হয়। এর আগে শহরে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়।
লেখাপড়া২৪.কম/লিপন/এমএএ