বিশ্বব্যাংক মিশন প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ে

New Pictureজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীনে ১৩০ মিলিয়ন ইউএস ডলারের ‘‘College Education Devolepment Project (CEDP)’’ শীর্ষক একটি প্রকল্প গৃহীত হতে যাচ্ছে।

 

উক্ত প্রকল্পটি চুড়ান্ত করার লক্ষ্যে বিশ্বব্যাংক মিশনের একটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এক যৌথ সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

 

Post MIddle

বিশ্বব্যাংক প্রতিনিধি দলে ছিলেন, ইউকো নাগাশিমা, মোঃ মোখলেসুর রহমান, টিএম আসাদুজ্জামান, মোহাম্মদ আসহাবুর রহমান, শিরো নাকাতা, হেনা মুখার্জি, তাসমিনা রহমান এবং ড. লুৎফর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ডীনবৃন্দ, রেজিস্ট্রার ও অন্যান্য বিভাগীয় প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

 

প্রস্তাবিত প্রকল্পটি বাংলাদেশের কলেজ পর্যায়ের উচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। উক্ত সভা শেষে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ক্রিস্টিন ইন্নিউ ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট