কুষ্টিয়া জিকে মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
কুষ্টিয়ায় জিকে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে প্রতিষ্ঠানের মাঠে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ছায়েদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি বর্তমান পরিচালক ও প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এসএম কাদেরী শাকিল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য জাহিদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকারীয়া। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের বলেন, লেখাপড়ার পাশাপাশি বিনোদনের প্রয়োজন আছে। আর বিনোদনের সবচেয়ে ভালো পন্থা হচ্ছে খেলাধুলা। মাদকসহ সকল প্রকার অন্যায় কাজ থেকে দুরে রাখে ক্রীড়া। তাই তিনি লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষিকা অর্চনা রানী ঘোষ।#
লেখাপড়া২৪.কম/আরএইচ