মোরেলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ র্যালি
বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে র্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন চত্বরে শেষ হয়।

মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বশিরুল ইসলাম, উপজেলা রিসোর্স ট্রেনিং সেন্টারের ইন্সটেক্টর বাবলু রায়, উপজেলা সমাজসেবা অফিসার মনজুরুল আলম, উপজেলা মৎস্য অফিসার ইয়াকিন আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম মোল্লা, মো. ওমর ফারুক, মো.শেখ মোস্তাকিন বিল্লাহ, মো. মামুনুর রহমান হাওলাদার, প্রকাশ চন্দ্র মন্ডল, সুবির কুমার ঘোষ, সদর ইউপি চেয়ারম্যান মো. মাহামুদ আলী হাওলাদার, রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহামন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা , শত শত ছাত্র-ছাত্র উপস্থিত ছিলেন।#
লেখাপড়া২৪.কম/বাগেরহাট/আরএইচ