দর্শক মাতালো সাতক্ষীরার অ্যাক্রোবেটিক প্রদর্শনী

413f9224-16cf-4861-983e-f42c30a40c56‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ শিরোনামকে প্রতিপাদ্য করে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে প্রদর্শিত হয়ে গেল বিশ্বের অন্যতম শিল্প মাধ্যম সার্কাসের প্রধানতম অঙ্গ অ্যাক্রোবেটিক প্রদর্শনী। রোববার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষিত দুর্দান্ত অ্যাক্রোবেটিক দল ‘৬৪ জেলায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে তাদের আর্ন্তজাতিক মানের জাদুকরী নৈপূণ্য প্রদর্শন করলো সাতক্ষীরাবাসীর সামনে। এটা দলটির ১২৬ তম প্রদর্শনী।

 

???????????????????????????????

Post MIddle

অ্যাক্রোবেটিক প্রদর্শনীটি প্রদর্শিত হয় সাতক্ষীরা শিল্পকলা একাডেমী অডিটেরিয়ামে। দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অডিটেরিয়ামে উৎসুক জনতার উপচে পড়া ভীড়ই জানিয়ে দিচ্ছিলো প্রদর্শনীর সফলতা। সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্ধোধন করেন সদর ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন, শিক্ষক ও শিল্পী মঞ্জুরুল হক, আবু আফ্ফান রোজ বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। পরে মঞ্চের রঙিন আলোয় প্রদর্শিত হতে থাকে জলি সিমেন, রোলার ব্যালেন্স, হ্যান্ড স্কীল, চেয়ার সিটিং, নেক আয়রন বার, রোপ রাউন্ড স্কিল, রিং জাম্প, মাউথ স্কিল, আংকারাসা, ওয়ার ব্যালেন্স, সাইকেল ব্যালেন্স, রিং ডান্স, রোপ জাম্প, ব্রিক স্কীল, নুনথু নামক চমৎকার সব শ্বাসরুদ্ধকর অ্যাক্রোবেটিক কসরত প্রদর্শনী। এক একটি প্রদর্শনীর প্রতিটি মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছে প্রতিটি দর্শক।

 

বিশেষকরে শিশু দর্শকরা তো মন্ত্রমুগ্ধ হয়ে করতালি আর হাস্যরসের অফুরন্ত এক মুহূর্ত উপহার পেয়েছে। প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, কাউন্সিলর জ্যোন্সা আরা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, মাসিক সাহিত্যপাতার সম্পাদক আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহিনসহ সকল গন্যমান্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং জেলা শিল্পকলা একাডেমীর কমিটির সকল সদস্য, প্রশিক্ষক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।#

 

 

লেখাপড়া২৪.কম/আর/আরএইচ

পছন্দের আরো পোস্ট