জাবি উপাচার্যের সঙ্গে ইউনসি ভার্সিটি প্রতিনিধির সাক্ষাৎ

JUদক্ষিণ কোরিয়ার ইউনসি ইউনিভার্সিটির (Younsi University) অধ্যাপক ড. চুং হুয়ি (Chung hwi Yi) নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বেলা বারোটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। উপাচার্য অফিসে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের সম্পাদিত দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার অগ্রগতি নিয়ে কথা বলেন।

 

Post MIddle

প্রতিনিধি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থী ইউনসি ইউনিভার্সিটিতে স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী প্রোগ্রামে যাওয়ার সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। সৌজন্য সাক্ষাৎকালে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা এবং প্রতিনিধি দলের অধ্যাপক ড. কিশুক জন (Kisuk Jeon), ড. হি জাং কিম, (Hee Jung Kim), হোইয়ং উন (Ho Youn Yoon), মিসেস কুইয়ং উন (Kyung Yoon) প্রমুখ উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট