সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলে প্রীতিভোজ
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রীতিভোজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামীমা ইসমত আরা’র সভাপতিতে অংশ নেন জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাসাশক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলক কুমার তরফদার, ইয়াহিয়া ইকবাল, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:সিরাজুল ইসলাম, আমিনুর রহমান উল্লাস, গাজী মোমিন উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকবৃন্দ।#
লেখাপড়া২৪.কম/সাতক্ষীরা/আর/আরএইচ