আন্তর্জাতিক কনফারেন্সে ঢাবি শিক্ষকদের এ্যাওয়ার্ড অর্জন

Business Studies Teachersগত ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০১৬ দুবাইয়ে অনুষ্ঠিত “5th Asian Management Research and Case (AMRC) Conference on “Internationalizing Asian Business”- এ গবেষণা প্রবন্ধ বিভাগে ৩টি Best Paper Award-এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ২টি এ্যাওয়ার্ড অর্জন করেছে। এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা আজ ২১ জানুয়ারি ২০১৬ অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করেন। এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

Post MIddle

কনফারেন্সে বিশ্বের ৩২-টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ৯০টি গবেষণা প্রবন্ধ ও ৭৫টি বিজনেস কেস উপস্থাপিত হয়। অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তারেক তার Tunneling Through Retaining Dividends: Evidence from Listed Companies of Bangladesh গবেষাণাপত্রটির জন্যে ১ম রানার আপ এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক সাদিয়া নূর খান ও মায়মুনা আক্তার যুগ্মভাবে তাদের “Factors Influencing Adoption and Usage of Mobile Banking: Bangladesh Experience” গবেষণাপত্রটির জন্যে ২য় রানার আপ এ্যাওয়ার্ড অর্জন করেছেন।#

 

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ

 

পছন্দের আরো পোস্ট