শাবিপ্রবিতে জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন

debatebg_189372263শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্ক বিষয়ক সংগঠন সাস্ট এসডি’র উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে উৎসবের উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দীন।

 

Post MIddle

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক আলমগীর তৈমুর, সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, সহকারী অধ্যাপক চৌধুরী আব্দল্লাহ আল বাকি, সংগঠনটির সভাপতি সাবাহ সারোয়ার পুষ্পা, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সাজন, সিলেট ডিবেট ফেডারেশনের (এসডিএফ) সভাপতি ও সাস্ট এসডি’র সহ-সভাপতি মাজহারুল বিল্লাহ লোচন, হাসনাত সোহান প্রমুখ। অনুষ্ঠানে সাস্ট এসডির প্রকাশনা ‘আয়ুধ’র মোড়ক উন্মোচন করা হয়।

 

উৎসবে ২১টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৪টি বিতর্ক দল অংশগ্রহণ করছে।#

 

লেখাপড়া২৪.কম/শাবি/পিআর/আরএইচ

 

পছন্দের আরো পোস্ট