ইউএপি’র আইন বিভাগে পিঠা উৎসব
মঙ্গলবার (১১ জানুয়ারী) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর আইন ও মানবাধিকার বিভাগের উদ্যোগে দিনব্যাপী এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক এম আর কবীর। অধ্যাপক কবীর তার বক্তব্যে বিভাগের এই আয়োজনে ভূয়সী প্রশংসা করেন ।
উৎসবে ছাত্রছাত্রীরা প্রায় ৫০ ধরনের পিঠা পরিবেশন করে। যার মধ্যে ভাপা, পাটিসাপটা, দুধপুলি, চিতই পিঠা, ঝাল পিঠা, শাহী টুকরা এবং পায়েস পিঠা উল্লেখযোগ্য। এছাড়া বিভাগের বিভিন্ন সেমিষ্টারের শিক্ষার্থীরা বাসা থেকে প্রস্তুতকৃত পিঠাও এ উৎসবে উপস্থাপন করেন।
এছাড়া বিভাগীয় প্রধান ড. আ ন ম আতাহার আলী সহ বিভাগের অন্যান্য শিক্ষক, দর্শনার্থী ও শিক্ষার্থীরা এই উৎসবে উপস্থিত ছিলেন। ##
লেখাপড়া২৪.কম/ইউএপি/পিআর/এমএইচ-৪৫৯