কুবির নবনির্বাচিত শিক্ষক কমিটিকে কুবিসাস’র শুভেচ্ছা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ (কুবিসাস)। বুধবার বিকালে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আইনুল হক ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ কাজী কামাল উদ্দিনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মাদ শফিউল্লাহ, তথ্য ও পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মুসাইব, দপ্তর সম্পাদক মতিউর রহমান, সদস্য মোঃ মঈন উদ্দীন ইলাহী, জাহিদুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল নীলদল পূর্ণ প্যানেলে জয় লাভ করে। ১ জানুয়ারি ২০১৬ থেকে এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
লেখাপড়া২৪.কম/কুবি/মাহমুদ/এমএএ-০৪৬০