জাবির শহীদ মিনার পরিষ্কার করল চারুকলার শিক্ষার্থীরা

IMG_5161বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার পরিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১০ থেকে ১টা পর্যন্ত এ পরিষ্কার অভিযান চালানো হয়। এতে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সরেজমিনে দেখা যায়, কেউ বা ঝাঁড়– কেউবা পানি আবার কেউবা নেতৃত্ব দিয়ে হাতে হাত রেখে বন্ধু-বান্ধবী, বড়-ছোট সবাই মিলে উৎসাহ আর উদ্দীপনা নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার পরিষ্কার করছে।

 

শহীদ মিনার কেন পরিষ্কার করা হচ্ছে এমন প্রশ্নে উত্তরে চারুকলা বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী উজ্জ্বল হোসেন রাজা বলেন, আমরা কারণে অকারণে শহীদ মিনার অপরিষ্কার করি। যা আমাদের চেতনাকে লুপ্ত রাখে। তাই আমরা বিজয়ের মাসে শহীদদের প্রতি সম্মান রেখে স্ব-উদ্যোগি হয়ে শহীদ মিনার পরিষ্কার করেছি।

 

Post MIddle

পরিষ্কার অভিযানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, তোমাদের উদ্যোগ আসলেই প্রশংসা পাবার যোগ্য। এভাবে আমার যদি নিয়মিত শহীদ মিনার পরিষ্কার রাখি তাহলে একদিকে যেমন শহীদদের প্রতি সম্মান দেখানো হবে, তেমনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশও অক্ষুন্ন থাকবে। এ সময় চারুকলা বিভাগের সভাপতি এম.এম ময়েজউদ্দিনসহ অধ-শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ-০৪০২

পছন্দের আরো পোস্ট