চুয়েটের সাথে যুক্তরাষ্ট্রের হাওয়াই ভার্সিটির সমঝোতা

2উচ্চ শিক্ষা-গবেষণায় সমঝোতা গড়ে তোলার লক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে যুক্তরাষ্ট্রের হাওয়াই ইউনিভার্সিটি (The University of Hawaii)’র মধ্যে অদ্য (১৫ ডিসেম্বর) এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং হাওয়াই ইউনিভার্সিটির পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর ড. কার্ল কিম (Dr. Karl Kim)। অনুস্বাক্ষর করেন চুয়েটের আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের প্রধান, পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সুলতান মোহাম্মদ ফারুক এবং হাওয়াই ইউনিভার্সিটির প্রিন্সিপাল রিসার্চ সায়ন্টিস্ট ড. মো: রাশেদ চৌধুরী।

 

এ উপলক্ষে চুয়েটের পুরকৌশল বিভাগে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ হযরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. আশুতোষ সাহা, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়াঁ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মোস্তফা কামাল, সিভিল এন্ড ওয়াটার রির্সোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক এবং চুয়েট এলামনাই এসোসিয়েন, যুক্তরাষ্ট্র এর সভাপতি জনাব গোলাম রিয়াসাত সোবহান।

 

Post MIddle

এ সময় চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এই সমঝোতা স্মারকের ফলে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হাওয়াই ইউনিভার্সিটির সাথে চুয়েটের শিক্ষা-গবেষণার নতুন দ্বার উন্মোচিত হল। এটি চুয়েটের শিক্ষা-গবেষণার চলমান অগ্রযাত্রার নতুন মাইলফলক হিসেবে থাকবে।তিনি আরো বলেন, সমঝোতা স্বারক অনুসরণে শিক্ষা-গবেষণা বিনিময়ের অংশ হিসেবে আজ থেকেই হাওয়াই ইউনিভার্সিটির দুইজন খ্যাতনামা অধ্যাপক চুয়েটের শিক্ষার্থীদের পাঠদান শুরু করেছেন। আগামী দিনে চুয়েট থেকেও শিক্ষক-গবেষক-শিক্ষার্থী হাওয়াই ইউনিভার্সিটিতে গিয়ে গবেষণা-শিক্ষা বিনিময়ে অংশ নিতে পারবেন।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ-০৪০৩

পছন্দের আরো পোস্ট