ন্যাশনাল গার্লস প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন শাবি

SUST Girls Programming News pic 12.12.15শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘সাস্ট টুইংকেলস্’ ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে । বিজয়ী টিমের কোচ শাবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার সকালে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয় ‘চুয়েট স্পার্কলস’ এবং দ্বিতীয় রানার আপ হয় ‘ঢাবি টিম ওয়ান’। স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সারাদেশ থেকে ৬৪ টি টিম এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহন করে । তিন টিমই ৬টি সমস্যার মধ্যে ৪টি করে সমাধান করে। তবে সময়ের দিক থেকে এগিয়ে থাকায় শাবি’র টিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

 

Post MIddle

কম্পিউটার শিক্ষার প্রতি সবার সচেতনতা বাড়াতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ প্রতিযোগিতার আয়োজন করে ।

 

লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/এমএএ-০৩৬৪

পছন্দের আরো পোস্ট