প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ট্রেনিং কো-অর্ডিনেটর নিয়োগ
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পে ট্রেনিং কো-অর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদটিতে প্রতিটি উপজেলায় একজনকে প্রকল্পকালীন নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে বিএড বা এমএড ডিগ্রিধারী প্রার্থীকে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ৭ ডিসেম্বর-২০১৫ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো উপজেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
বেতন: পদটিতে মাসিক বেতন দেওয়া হবে ২০ হাজার টাকা। এ ছাড়া পাঁচ হাজার টাকা যাতায়াত ভাতা এবং সঙ্গে বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৩ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে ডেইলি স্টার পত্রিকায় ১০ ডিসেম্বর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।