রুয়েটে নতুন দুইটি বিভাগ চালু হচ্ছে

রুয়েটরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) চালু হচ্ছে নতুন দুইটি বিভাগ। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ এবং কেমিক্যাল ও ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) বিভাগ। রোববার রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Post MIddle

ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগটিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ৬০ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এ নয়া বিভাগটি চালু হচ্ছে। অন্যদিকে কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) নামের অপর নতুন বিভাগটিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে এই নতুন বিভাগটিতে।#

 

লেখাপড়া২৪.কম/রুয়েট/পিআর/আরএইচ-৪৮৪৯

পছন্দের আরো পোস্ট