ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর পরীক্ষা সম্পন্ন

4-12-15ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট-এর ৪টি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রামে (MSS in Victimology and Restorative Justice, MSS in Clinical Social Work, MSS in Gerontology and Geriatric Welfare and MSS in Industrial Relations and Labour Studies) ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা গতকাল (৪ ডিসেম্বর) শুক্রবার বিকেলে ইনস্টিটিউট এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজে অনুষ্ঠিত হয়েছে।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ এস এম আতীকুর রহমান উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/বাকৃবি/পিআর/এমএএ-০৩০৯

পছন্দের আরো পোস্ট