কুবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির চার শিক্ষার্থী গ্রেফতার

কুবিশুক্রবার ও শনিবারে অনুষ্ঠিত কুবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে চার ছাত্রকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে অনুষ্ঠিত ’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে মিরাজুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ছাত্র হিসেবে জানান। তার বাড়ি যশোরে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সদর দক্ষিণ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

Post MIddle

এছাড়াও একই দিন বিকালে,’বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শরিফ হাসান খান ও মো হোসেন নামে দুই শিক্ষার্থীকে জালিয়াতির দ্বায়ে গঠনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্মরত বিএনসিসির সদস্যরা ভ্রম্যমান আদালতের নিকট তুলে দেয়। পরদিন শনিবার ’সি’ ইউনিটে পরীক্ষা দিতে আসা জহির রায়হান নামে এক শিক্ষার্থীকে জালিয়াতির দায়ে আটক করা হয়। তাকেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভ্রাম্যমান আদালতের কাছে তুলে দেয়।

 

লেখাপড়া২৪.কম/কুবি/কাউছার/এমএএ-০৩১০

পছন্দের আরো পোস্ট