ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের সাক্ষাৎ

Australian team-2অস্ট্রেলিয়ার ম্যাক্কুয়ারি ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বুধবার (২ ডিসেম্বর ২০১৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ম্যাক্কুয়ারি ইন্টারন্যাশনালের সিনিয়র কান্ট্রি ম্যানেজার (দক্ষিণ এশিয়া) তানভীর শহীদ এবং অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান।

 

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার ম্যাক্কুয়ারি ইউনিভার্সিটির মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ল’, বিজনেস ও ক্রিমিনোলজি বিষয়ে যৌথ মাস্টার্স ও পিএইচ.ডি প্রোগ্রাম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।#

 

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৪৭৮৯

পছন্দের আরো পোস্ট