ঢাবিতে বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন বৃহস্পতিবার

ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে বিভাগের দুই দশক পূর্তি উপলক্ষে ১০তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩ ডিসেম্বর ২০১৫) সন্ধ্যা ৬টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন করবেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। অনুষ্ঠনে সভাপতিত্ব করবেন বিভাগীয় চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী।#

 

 
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৪৭৮৮

পছন্দের আরো পোস্ট