সাতক্ষীরায় স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি বিষয়ক কর্মশালা

DSC06423সাতক্ষীরায় স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান প্রকল্প বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালায় সভাপতিত্ব করেন ¯œাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক প্রফেসর সৈয়দ মোঃ মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করছে। নারীরা এখন আর পিছিয়ে নেই। তারাও এগিয়ে যাচ্ছে। আগামী দিনে নারী শিক্ষার্থীরা যেন সঠিকভাবে উপবৃত্তি পায় সে ব্যাপারে আপনারা সুপারিশ পাঠাবেন।’

 

Post MIddle

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ¯œাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক রোকসানা আলীম, রিসোর্স পার্সন সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বিশ্বাস সুদেব কুমার। কর্মশালায় উপস্তিত ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এস,এম আনোয়ারুজ্জামান, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুব মোর্শেদ, ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামান, চাঁদপুর কলেজের অধ্যক্ষ মোরাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, ম্যানেজিং কমিটির সদস্য ও উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন।#

 

 

লেখাপড়া২৪.কম/সাতক্ষীরা/আর/আরএইচ-৪৭৩৯

 

পছন্দের আরো পোস্ট