চুয়েটে আর্ন্তজাতিক কনফারেন্স শুরু বহস্পতিবার

1চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ যন্ত্রকৌশল ও নবায়নযো„গ্য শক্তি বিষয়ে “3rd International Conference on Mechanical Engineering and Renewable Energy (ICMERE-2015)” (২৬ নভেম্বর) বৃহস্পতিবার শুরু হচ্ছে।

 

 

Post MIddle

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিতব্য এই কনফারেন্সে ৫টি কিনোট লেকচারসহ মোট ১৫৯টি গবেষণা পত্র উপস্থাপন করা হবে। কিনোট লেকচার প্রদান ও গবেষণাপত্র উপস্থাপনের জন্য দেশের ও বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি/ ইনস্টিটিউট/ ইন্ডাস্ট্রি থেকে দুই শতাধিক অতিথি অংশ নেবেন। এতে ২৪টি টেকনিক্যাল সেশনে ১৫৪টি গবেষণা পত্র উপস্থাপন করা হবে।

 

 

লেখাপড়া২৪.কম/চুয়েট/পিআর/আরএইচ-৪৬৯৯

পছন্দের আরো পোস্ট