‘প্রাথমিক সমাপনী থাকবে কি না ভেবে দেখা হবে’

প্রাথমিক মন্ত্রীপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষা যখন অষ্টম শ্রেণি পর্যন্ত হয়ে যাবে তখন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকবে কি থাকবে না, তা ভেবে দেখা হবে।

 

রোববার রাজধানীর মতিঝিলে আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তবে পরীক্ষার হলে যাননি মন্ত্রী।

 

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার স্তর যখন অষ্টম শ্রেণি পর্যন্ত হবে তখন দুটি (প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী ও জেএসসি-জেডিসি) পরীক্ষা না রেখে একটি রাখা যায় কি না, তা ভাবা হবে।

 

Post MIddle

উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হওয়ার কথা।

 

বর্তমান পরিস্থিতিতে অভিভাবকদের উদ্বেগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা নেই। তবে কোনো দুষ্টু লোক যদি কোনো ছোটখাটো ঝামেলা পাকিয়ে ফেলে সেটা মনে করে পরীক্ষা একদিন পেছানো হয়েছে। তিনি জানান, জামায়াত হরতাল ডাকায় কাল সোমবারের পরীক্ষা পিছিয়ে ৩০ নভেম্বর নেওয়া হয়েছে।

 

এবার প্রথমবারের মতো আট সেট প্রশ্নপত্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে মন্ত্রী বলেন, ‘কিছু দুষ্টু মানুষ দুষ্টু বুদ্ধি নেয়। সরকার তাই কৌশলী হয়েছে।’#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ-৪৬৬৩

পছন্দের আরো পোস্ট