নজরুল বিশ্ববিদ্যালয়ে “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

DSCN0408জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর “ঘ” ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রোববার অনুষ্ঠিত হয়েছে। “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিজোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে এবং জোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

 

সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় বসেছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। ১০০ নম্বরের এক ঘন্টাব্যাপী পরীক্ষা শেষ হয় ১২ টায়।

 

“ঘ” ইউনিটের ১৮০ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এবছর “ঘ” ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এবার পরীক্ষা হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কিংবা যেকোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ ছিল।

 

Post MIddle

ভর্তি পরীক্ষা ও রিজাল্ট সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.jkkniu.edu.bd   থেকে জানা যাবে।

 

২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে “গ” ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৪নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে “খ” ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৫নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৬নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে “ঙ” ইউনিটের ভর্তি পরীক্ষা।#

 

 

লেখাপড়া২৪.কম/নবি/ওয়াহিদ/আরএইচ-৪৬৬৪

পছন্দের আরো পোস্ট