ঢাবি ও ড্যাফোডিল চুক্তিবদ্ধ

DCL_DU MoUগতকাল (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল কম্পিউটার্স লি:ঢাবি শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ প্রদান বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: সবুর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

এ চুক্তির ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষ হতে আগামি ৫ বছর পর্যন্ত সহজ ও দীর্ঘমেয়াদী কিস্তিতে ড্যাফোডিল কম্পিউটার্স লি: ল্যাপটপ প্রদান করবেন। ল্যাপটপ বিতরণের ফলে ঢাবি শিক্ষাথীদের শিক্ষাসহ তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি প্রযুক্তি নির্ভর প্রশাসন, প্রযুক্তি নির্ভর সমাজ গঠনে অবদান ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখবে।

 

Post MIddle

প্রতিটি শিক্ষার্থী প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ হবে এবং উন্নত ক্যারিয়ার হঠনে সহায়ক হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ কামাল, ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর কোম্পানী সচিব মো: মনির হোসেন, উপ-মহাব্যবস্থাপক জাফর এ. পাটোয়ারী।

 

লেখাপড়া২৪.কম/ড্যাফোডিল/পিআর/স্বশা-৪৪৪৪

পছন্দের আরো পোস্ট