উত্তরা ইউনিভার্সিটি’র ইইই বিভাগে অরিয়েন্টেশন

????????????????????????????????????

উত্তরা ইউনিভার্সিটি’র ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ফল ২০১৫ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের ইমপ্লেমেন্টেশন এন্ড অ্যাভ্যুলিউশন ডিভিশনের সচিব মো. শহীদ উল্যাহ খন্দকার বলেছেন, সরকার বিদ্যুৎ, নবায়নযোগ্য শক্তি, শিক্ষা ও সড়ক যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে এ খাতে ব্যাপকভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

 

এ সুযোগকে তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের কাজে লাগাতে আহ্বান জানান তিনি। শহীদ উল্যাহ খন্দকার বলেন, রামপাল ও মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্প ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যখন উৎপাদন শুরু হবে সে সময় বেশ কিছু সংখ্যক ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে। ফলে এখন যারা নবীণ, তারাই যখন শিক্ষা জীবন শেষ করবে তখনই তাদের জন্য চাকরির বাজার উন্মুক্ত হবে। এ জন্য এখন থেকেই তাদের মেধা কাজে লাগিয়ে নিজেদের চাকরি বাজারের জন্য প্রস্তুত করতে হবে।

 

শুক্রবার বিকেলে উত্তরা ইউনিভার্সিটির প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত অরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই ও ইইই বিভাগের উপদেষ্টা প্রফেসর ডক্টর মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান বলেন, মানসম্পন্ন উচ্চ শিক্ষা বিস্তারে উত্তরা ইউনিভার্সিটি তার দায়িত্ব পালন করে যাচ্ছে।

 

????????????????????????????????????

Post MIddle

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর ইয়াসমীন আরা লেখা নবীণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে মেধাবী ও দক্ষ শিক্ষক রয়েছেন, তাদের সান্নিধ্যে থেকে নিজেকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি তার বক্তব্যে জানান, নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ যেহেতু পক্ষপাতিত্ব না করে যোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে থাকে তাই মান সম্পন্ন শিক্ষা নিয়েই শিক্ষার্থীরা তাদের পেশাগত জীবন শুরু করার সুযোগ পান।

 

বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ফয়েজ এম সিরাজুল হক শিক্ষার্থীদের বলেন তারা যেন বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ কাজে লাগিয়ে নিজেকে একুশ শতকের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স এ- ইঞ্জিনিয়ারিং-এর ডীন প্রফেসর ডক্টর মকবুল হোসেন, বিভাগের চেয়ারম্যান ডক্টর মো. শাখাওয়াত জামান সরকার এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ বেগম, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, স্কুল অব বিজনেস-এর ডীন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম-সহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উপদেষ্টা সেলিনা সাজ্জাদেও তত্ত্বাবধানে গান পরিবেশিত হয়।#

 

 

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ-৪৬৪৮
নিজস্ব প্রতিবেদক
উত্তরা ইউনিভার্সিটি’র ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ফল ২০১৫ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের ইমপ্লেমেন্টেশন এন্ড অ্যাভ্যুলিউশন ডিভিশনের সচিব মো. শহীদ উল্যাহ খন্দকার বলেছেন, সরকার বিদ্যুৎ, নবায়নযোগ্য শক্তি, শিক্ষা ও সড়ক যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে এ খাতে ব্যাপকভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
এ সুযোগকে তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের কাজে লাগাতে আহ্বান জানান তিনি। শহীদ উল্যাহ খন্দকার বলেন, রামপাল ও মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্প ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যখন উৎপাদন শুরু হবে সে সময় বেশ কিছু সংখ্যক ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে। ফলে এখন যারা নবীণ, তারাই যখন শিক্ষা জীবন শেষ করবে তখনই তাদের জন্য চাকরির বাজার উন্মুক্ত হবে। এ জন্য এখন থেকেই তাদের মেধা কাজে লাগিয়ে নিজেদের চাকরি বাজারের জন্য প্রস্তুত করতে হবে।
শুক্রবার বিকেলে উত্তরা ইউনিভার্সিটির প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত অরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই ও ইইই বিভাগের উপদেষ্টা প্রফেসর ডক্টর মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান বলেন, মানসম্পন্ন উচ্চ শিক্ষা বিস্তারে উত্তরা ইউনিভার্সিটি তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর ইয়াসমীন আরা লেখা নবীণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে মেধাবী ও দক্ষ শিক্ষক রয়েছেন, তাদের সান্নিধ্যে থেকে নিজেকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি তার বক্তব্যে জানান, নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ যেহেতু পক্ষপাতিত্ব না করে যোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে থাকে তাই মান সম্পন্ন শিক্ষা নিয়েই শিক্ষার্থীরা তাদের পেশাগত জীবন শুরু করার সুযোগ পান।
বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ফয়েজ এম সিরাজুল হক শিক্ষার্থীদের বলেন তারা যেন বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ কাজে লাগিয়ে নিজেকে একুশ শতকের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স এ- ইঞ্জিনিয়ারিং-এর ডীন প্রফেসর ডক্টর মকবুল হোসেন, বিভাগের চেয়ারম্যান ডক্টর মো. শাখাওয়াত জামান সরকার এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ বেগম, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, স্কুল অব বিজনেস-এর ডীন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম-সহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উপদেষ্টা সেলিনা সাজ্জাদেও তত্ত্বাবধানে গান পরিবেশিত হয়।#

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ-৪৬৪৮

পছন্দের আরো পোস্ট