ইবির দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

IU-2ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল (১৬ নভেম্বর) দ্বিতীয় দিনে সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত “এইচ” ইউনিট এবং বেলা সাড়ে ১১ টা হতে দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা হতে বিকেল ৩ টা এবং বিকেল ৪ টা হতে বিকেল ৫টা পর্যন্ত “সি” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীরা এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষার্থীর উপস্থিতি প্রায় শতভাগ। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস,এম আব্দুল লতিফ, সংশ্লিষ্ট অনুষদীয় ডিনসহ পরিদর্শন টিমের সদস্যবৃন্দ পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন।

 

Post MIddle

পরীক্ষা উপলক্ষে র‌্যাব, ডিবি ও পুলিশ বাহিনী এবং বিএনসিসি ও রোভার স্কাউটস্ এর সহযোগিতায় ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ভ্রাম্যমান আদালত টিম এবং প্রক্টরিয়াল বর্ডি সার্বক্ষণিক ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের এলাকা নজরদারিতে রেখেছে। এবারই প্রথম ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ বছর ৫টি অনুষদের ৮টি ইউনিটের অধীনে ১৬৯৫ আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে লড়ছে ৬৪,৭৮০ জন শিক্ষার্থী। আজ ১৭ নভেম্বর ৪টি শিফ্টে “ডি” ও “ ই ” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত “এ” ও “বি” ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে ফলাফল জানা যাবে।

 

লেখাপড়া২৪.কম/ইবি/পিআর/এমএএ-০১৮৪

পছন্দের আরো পোস্ট