বিশ্ব ব্যাংক মিশনের সাথে ইউজিসির মতবিনিময়

Untitled-1বিশ্বব্যাংকের ৬ সদস্যের প্রিএ্যাপ্রাইজাল মিশনের (প্রোপোজড কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট) সাথে আজ (১৬ নভেম্বর) সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সাথে তাঁর অফিস কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, প্রফেসর ড. আবুল হাশেম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ ও ইউজিসি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিশ্বব্যাংকের প্রিএ্যাপ্রাইজাল মিশনের পক্ষে মিস ইউকো নাগাসিমা, কো-টাস্ক টিম ডিলার, মি. মোঃ মোখলেছুর রহমান, কো-টাস্ক টিম ডিলার, মিস কার্তিকা রাধা কৃষনান নায়ার, অপারেশনস এ্যানালিস্ট, মিস হেনা মুখার্জী, কনসালটেন্ট লিড এডুকেশন স্পেশালিস্ট, মি. মোঃ আসাবুর রহমান, কনসালটেন্ট, মিস তাসমিনা রহমান উপস্থিত ছিলেন।

 

Post MIddle

মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশের বিভিন্ন কলেজে কোয়ালিটি এসিউরেন্স মেকানিজম, বিডিরেন সংযোগ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার বিষয়ে ইউজিসি’র ভূমিকা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন।

 

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান তাঁর বক্তব্যে বলেন, ইউজিসি কর্তৃক ইতোমধ্যেই এক্রিডিটেশন কাউন্সিল আইনের খসড়া প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার বিষয়েও ইউজিসি কমিটি গঠন করেছে এবং কমিটির প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

 

লেখাপড়া২৪.কম/ইউজিসি/পিআর/স্বশা-৪৪৩০

পছন্দের আরো পোস্ট