নেদারল্যান্ডে স্কলারশীপসহ মাস্টার্স

ut-hogekampইউনিভার্সিটি টোয়েন্টি স্কলারশীপের অধীনে মাস্টার্স অধ্যয়নের জন্য আবেদনপত্র আহবান করা হয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নেদারল্যান্ডের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। মোট ৩০জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হবে। স্কলারশীপের পরিমান সর্বনিম্ন বাৎসরিক ৬০০০ইউরো থেকে সর্বোচ্চ ২৫০০০ ইউরো।

 

বিষয়: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিচের বিষয়গুলো পড়তে পারবে।

  • অ্যাপ্লা্ইডম্যাথমেটিক্স
  • এপ্লাইডফিজিক্স
  • বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
  • বিজনেস এডমিনিস্ট্রেশন
  • বিজনেস ইনফরমেশন টেকনোলজি
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • ম্যানেজমেন্ট
  • কমিউনিকেশন স্টাডিজ
  • কম্পিউটার সায়েন্স
  • কন্সট্রাকশন ম্যানেজমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং
  • এজুকেশনাল সায়েন্স এন্ড টেকনোলজি
  • ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং
  • ইনডাস্ট্রিয়াল ডিজাইন ইঞ্জিনিয়ারিং
  • ইনডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ন্ড ম্যানেজমেন্ট
  • ন্যানো টেকনোলজি
  • ফিলসফি অব সায়েন্স
  • পাবলিক এডমিনিস্ট্রেশন
  • সাসটেইনেবল এনার্জি টেকনোলজি

 

কোর্স লেভেল: মাস্টার্স।

 

যোগ্যতা: মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা। এছাড়া শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ থাকা চলবেনা। নেদার‌ল্যান্ডে পড়ালেখা করার জন্য শারিরীক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আই্এলটিএস এ ন্যুনতম ৬.৫ স্কোর থাকতে হবে ।

Post MIddle

বৃত্তির সংখ্যা: অনির্দিষ্ট।

বৃত্তির মেয়াদ: দুই বছর।

 

আবেদন প্রক্রিয়া:

এ বৃত্তির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আবেদন করার জন্য নিচের লিংক ব্রাউজকরুন।https://goo.gl/TCagJr

Netharland

লেখাপড়া২৪.কম/স্কলারশীপ/মিসবাহ/স্বশা-৪৪৩১

পছন্দের আরো পোস্ট