জাবিতে এম.ফিল ও পিএইচ.ডি গবেষণা কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচ.ডি গবেষণা কোর্সে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছ।
জানা গেছে, এম.ফিল ও পিএইচ.ডি গবেষণা কোর্সে বিভিন্ন বিভাগে খন্ডকালীন ও পূর্ণকালীন গবেষক হিসেবে ভর্তির জন্য আবেদনের সময়সীমা ২৪ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
উল্লিখিত সময়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংক থেকে এম.ফিল কোর্সের আবেদনের জন্য পাঁচ শ এবং পিএইচ.ডি কোর্সের জন্য এক হাজার টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করে তা সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
উল্লেখ্য, গত ০১ জুলাই থেকে এই ফরম বিতরণ শুরু হয়েছে । আবেদনের যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।
সঃ সুউ ফয়সাল