জাবি শিক্ষক সমিতির মানববন্ধন
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক বদিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে অধ্যাপক ফরিদ আহমদ ও অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।
সঃ সুউ ফয়সাল