রেডবুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল : ইউল্যাব’কে হারালো লিডস ব্র্যাডফোরড এম সি সি ইউ

রেডবুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর বিরুদ্ধে ১২০ রানের জয় তুলে নেয় লিডস ব্র্যাডফোরড এম সি সি ইউ, ইংল্যান্ড।

 

2টসে জিতে লিডস ব্র্যাডফোরড এম সি সি ইউ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। ইংল্যান্ডের সিএফ ওয়েকফিল্ড ৪০ বলে ৪৯ রান করেন। ইউল্যাবের পক্ষে তন্ময় রয় ৪ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করে। জবাবে ইউল্যাব ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে, নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৮.৩ ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান করে। ইংল্যান্ডের এল ওয়াটকিন্সন এবং ডি ডাব্লিউ ফস্টার ২টি করে উইকেট লাভ করেন। ইউল্যাবের আইজাল খান ৪২ বলে অপরাজিত ৩৪ রান করেন।  এল ওয়াটকিন্সন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

 

Post MIddle

এর মধ্য দিয়েই রেড বুল ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালে ইউল্যাবের পথচলা শেষ হলো। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইউল্যাব দক্ষিন আফ্রিকার ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার কাছে ১১৪ রানের পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি অব জ্যামাইকা (জ্যামাইকা ইন্টার-কলজিয়েট স্পোর্টস অ্যাসোসিয়েশন) এর মুখোমুখি হয় এবং ৭ উইকেটে জয় লাভ করে।

 

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে ওয়েস্টইন্ডিজ, খেলাটি আজ বাংলাদেশ সময় দুপুর ৩.০০ টায় শুরু হবে। দ্বিতীয় সেমিফাইনালে ভারত দক্ষিন আফ্রিকার মুখোমুখি হবে, খেলাটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ টায় ।  আগামী ২৬ জুলাই ২০১৪ বাংলাদেশ সময় রাত ১০.৩০ টায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল এবং ফাইনাল খেলা কিয়া ওভাল মাঠে অনুষ্ঠিত হবে। খেলার লাইভ আপডেট এর জন্য ভিজিট করুন: http://www.espncricinfo.com/red-bull-campus-cricket-finals-2014/content/series/758207.html

 

সঃ সুউ ফয়সাল

পছন্দের আরো পোস্ট