ময়মনসিংহে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আশরাফ উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও কর্মচারীরা বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালীন সময়ে অনুষ্ঠিত সমাবেশে হামলার বিচার দাবি করে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক অধ্যাপক শেখ আমজাদ আলী, অধ্যাপক রেজাউল কিবরিয়া হিরু, অধ্যাপক জালাল উদ্দিন, কলেজ শিক্ষক রেজাউল কবির, ফোরকান, মাসুম বিলাহ, এটিএম শফিকুল ইসলাম, তানজিলা এলিন, মার্জিয়া কনিকা সুলতানা ও আহমেদ শফিক প্রমুখ।
এর আগে শিক্ষকরা এই ঘটনার বিচার দাবি করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স: ইএইচ