ছাত্রী অপহরণ মামলা: বরিশালে ৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

Barisalবরিশালে মহিলা কলেজছাত্রী অপহরণ মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার বরিশালের চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এ নির্দেশ দেন। এর আগে হাইকোর্ট থেকে নেয়া ৪ সপ্তাহের জামিন শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

পরোয়ানা জারিকৃত আসামিরা হল- গৌরনদীর পিঙ্গলাকাঠি গ্রামের উজ্জ্বল সাহা, নগরীর দফতর খানা এলাকার শ্যামল সাহা, ভাটিখানার পাপ্পু সাহা। মাদারীপুর শিবচরের ভন্দ্রাসাং গ্রামের অমল শাহার মেয়ে বরিশাল মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী কৃষ্ণা শাহাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল উজ্জ্বল সাহা।

Post MIddle

কৃষ্ণা তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ৭ মে মামলার অপর দুই আসামি ভগ্নিপতিদের নিয়ে উজ্জ্বল মহিলা কলেজের গেট থেকে কৃষ্ণাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ১০ মে কৃষ্ণার বাবা অমল সাহা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই আসামিরা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জন্য জামিন নেয়। ৩০ মে জামিনের মেয়াদ শেষ হলেও নিন্ম আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট