মাদারীপুরে ইফতারি খেয়ে মাদরাসার ৩০ ছাত্র অসুস্থ

রমজানের ইফতারি খেয়ে বিষক্রিয়া আক্রান্ত হয়ে সোমবার রাতে মাদারীপুরের খাগদী এলাকার একটি মাদ্রাসার ৩০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।Madaripur-1

 

Post MIddle

খাগদী খানকায়ে নেছারিয়া সালেহিয়া দারুস সুন্নত সাদ্রাসার খাদেম সোহরাব হোসেন জানান, প্রথম রমজানে প্রায় শতাধিক শিক্ষার্থী ইফতারি খায়।
রাত সাড়ে ৮টার দিকে তাদের মধ্যে ৩০ জন শিক্ষার্থীর পেট ব্যাথা ও বমি শুরু হয়। এসময় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অহিদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। স্যালাইন দিয়ে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান জানান, সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এরপরও যদি শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তার সব ব্যবস্থা করা হবে।
মাদ্রাসার অধ্যক্ষ নেছার উদ্দিন আহম্মেদ জানান, ইফতারিতে খেজুর, খেচুরি ও সরবত খেয়েছে শিক্ষার্থীরা।
হয়তো খাবারে ফরমালিন থাকায় শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
স: ইএইচ

পছন্দের আরো পোস্ট