বিডিইউতে ইন্ট্রা ইউনিভার্সিটি টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত

বিডিইউ প্রতিনিধি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে ” ইন্ট্রা ইউনিভার্সিটি টেক অলিম্পিয়াড” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়েরি ২০২৪) গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের প্রতি সেশন থেকে দুইজন করে মোট ছয়জন বিজয়ীকে বিডিইউ রোবটিক্স ক্লাব-এর পক্ষ থেকে সার্টিফিকেট এবং পুরষ্কার প্রদান করা হয়।

Post MIddle

এছাড়াও উক্ত আয়োজনে বিডিইউ রোবটিক্স ক্লাবের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ, উপস্থিত থেকে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

অলিম্পিয়াডে আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শামসুদ্দীন আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিইউ রোবটিক্স ক্লাবের সভাপতি মো: মেহেদী হাসান বাপ্পী, সাধারণ সম্পাদক আব্দুস সবুর ও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।

পছন্দের আরো পোস্ট