অর্ধলাখ ছাড়াল মেডিকেলে ভর্তি আবেদন

দুইদিনে অর্ধলাখের বেশি শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন করেছেন।

শনিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Post MIddle

তিনি বলেন, শুক্রবার পর্যন্ত ৬৩ হাজার ১২৭ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। আবেদন নিয়ে কারিগরি কোনো জটিলতা তৈরি হয়নি। এক হাজার টাকা ফি পরিশোধের মাধ্যমে ভর্তি আবেদন করা যাচ্ছে।

এর আগে, ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

পছন্দের আরো পোস্ট