কুয়েটে কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
কুয়েট প্রতিনিধি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর কর্মচারী সমিতির আয়োজনে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২০ মে শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কর্মচারীদের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩’ এর শুভ উদ্বোধন এবং প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি মোঃ ইমদাদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার।