
ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ায় ফুল-ফ্রি স্কলারশিপ
স্বর্ণক শাহী।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বরাবরই আকর্ষণ করে বিদেশি শিক্ষার্থীদের। বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের ৭টির অবস্থান অস্ট্রেলিয়ায়।
এ ছাড়া গোটা অস্ট্রেলিয়ায় ৪১টি বিশ্ববিদ্যালয়সহ ১ হাজার ১০০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। যেখান থেকে উচ্চশিক্ষা নিতে পারবেন পড়ুয়ারা। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য আছে শিক্ষাবৃত্তির সুযোগ।
বিদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবছর ২৫ কোটি ডলার পর্যন্ত শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে থাকে। আর এসব সুবিধা ছাড়াও ডিগ্রি অর্জনের পর সেখানে একটি ভালো চাকরির সুযোগ তো থাকেই।
তেমনি স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া। বাংলাদেশসহ যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
‘আরটিপি স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়টি। স্কলারশিপের মেয়াদ দুই বছর। অস্ট্রেলিয়ায় বছরে দুটি সেশন পড়ানো হয়। একটি সেশন ফেব্রুয়ারি ও অন্যটি জুলাইয়ে শুরু হয়।
ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া হলো দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এটি অস্ট্রেলিয়ান টেকনোলজি নেটওয়ার্ক অব ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ১৮৫৬ সালে এটি স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
- ইনফরমেশন ম্যানেজমেন্ট
- ইনফরমেশন টেকনোলজি
- আর্টস অ্যান্ড কালচারাল ম্যানেজমেন্ট
- ফার্মেসি
- ট্যুরিজম
- নার্সিং
- বিজনেস
- হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
- ইঞ্জিনিয়ারিং
- আর্কিটেকচার
- সোশ্যাল ওয়ার্ক
- কমিউনিকেশন
- এনভায়রনমেন্টাল সায়েন্সেস
- ডেটা সায়েন্স
- অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স
- সেফটি ম্যানেজমেন্ট
- সাইবার সিকিউরিটি
- মার্কেটিং
- সাইকোলজি
সুযোগ-সুবিধা
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
- প্রোগ্রাম চলাকালীন প্রতিবছর ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ লাখ টাকা।
- স্বাস্থ্যবিমা।
- থিসিস ভাতা।

আবেদনের যোগ্যতা
- স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
- বিষয়ভিত্তিক আলাদা শর্ত রয়েছে। সেগুলো পূরণ করতে হবে।
- আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর তুলতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনকারীর পাসপোর্ট ও ছবি।
- সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
- দুটি রেফারেন্স লেটার।
- স্টেটমেন্ট অব পারপাস।
- সিভি।
- আইইএলটিএস স্কোর।
- অন্যান্য পেপারস (যদি থাকে)।
ভিসার জন্য কাগজপত্র
ভিসা পেতে আপনাকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে যেতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত অফার লেটার ও কনফরমেশন অব এনরোলমেন্টসহ প্রয়োজনীয় কাগজপত্রসমেত আবেদন করতে হবে ভিসার জন্য।
যা যা লাগবে:
- কনফরমেশন অব এনরোলমেন্ট।
- পাসপোর্টের কপি ও পাসপোর্ট সাইজের ছবি।
- সিভি, স্টেটমেন্ট অব পারপাস ও রেফারেন্স লেটার।
- সব মার্কশিট ও সনদ।
- শেষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নো অবজেকশন সার্টিফিকেট।
- অফার লেটার।
- ব্যাংক সলভেন্সি পেপার।
- ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- পুলিশ ক্লিয়ারেন্স।
- হেলথ ইনস্যুরেন্স ও মেডিকেল রিপোর্ট।
ভর্তির প্রক্রিয়া
ভর্তির জন্য প্রথমেই আপনাকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করে ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন প্রসেস শুরু হবে না।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট, ২০২২