সিভাসুর প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলন

সিভাসু প্রতিনিধি।

চট্টগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন কোভিড-১৯ আক্রান্ত রোগীদের রক্তের বিভিন্ন উপাদান/মার্কারের মাত্রা বিশ্লেষণ করে মৃত্যুঝুঁকির সম্ভাব্যতা যাচাইকরণে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু),চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের যৌথ গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে সিভাসুর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সম্মেলন।

Post MIddle

উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. সেখ ফজলে রাব্বী, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মো: আব্দুর রব, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া ও সিভাসুর সহকারী অধ্যাপক ডা. ইফতেখার আহমেদ রানা, জুনিয়র কনসালটেন্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস, জুনিয়র কনসালটেন্ট মৌমিতা দাশ।

পছন্দের আরো পোস্ট