রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হলেন ডঃ মামুন

প্রিতম মজুমদার,কুষ্টিয়া।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার হিসেবে  ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ডঃ মোহাম্মদ মামুন মঙ্গলবার সকালে যোগদান করেছেন।

Post MIddle

সম্প্রতি বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক তাকে চার বছরের জন্য রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়। তার যোগদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী, বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য সচিব জনাব মুহ. শামসুর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলী, জনাব মোঃ মনিরুজ্জামান, জনাব জুলফিকার আলী, ভারপ্রাপ্ত প্রক্টর জনাব এস এম হাসিবুর রশীদ প্রমূখ সহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী বৃন্দ

নবাগত ট্রেজারারের যোগদানের বিষয়ে জানতে চাইলে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ জহুরুল ইসলাম বলেন তীক্ষ্ণ মেধা সম্পন্ন, সৎ এবং সময়নিষ্ঠা সম্পন্ন একজন অভিভাবককে পেয়ে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।

পছন্দের আরো পোস্ট